আমি এক লোককে বলেছিলাম এ কাজ করো না,  তাহলে জাহান্নামে যেতে হবে,   তখন তিনি আমাকে বলে জান্নাতের আশায় ইবাদাত করলে নাকি ইবাদাত কবুল হবে না?  এই কথার যুক্তি কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
  • আর কথাটি সত্য নয়। এমনকি এটি একটি নিছক মিথ্যাচার।
  • আল্লাহ তাআলা বলেন: “তারা সৎকাজে ঝাঁপিয়ে পড়ত, আর তারা আগ্রহ ও ভীতির সাথে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে ভীত-অবনত।”[সূরা আম্বিয়া, আয়াত: ৯০]
  • ইবনে জারীর তাবারী বলেন: “আগ্রহ” এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে- তারা তাঁর ইবাদত করত তাঁর রহমত ও অনুগ্রহ পাওয়ার আশা আগ্রহ নিয়ে। “ভীতির সাথে” অর্থাৎ তাঁর ইবাদত বর্জন ও নিষেধ লঙ্ঘন করত না তাঁর শাস্তির ভয়ে। আমরা যে তাফসির করেছি এ তাফসির অপরাপর তাফসিরকারকগণ উল্লেখ করেছেন।[তাফসিরে তাবারী (১৮/৫২১)]
  • তবে এক্ষেত্রে লক্ষণীয় যে শুধুমাত্র জান্নাত লাভের আশায় ইবাদত না করে আল্লাহকে রাজি-খুশি করার নিয়তে ইবাদত করা চাই এমনকি আল্লাহকে রাজি-খুশি করার নিয়তে ইবাদত করাই সর্বোত্তম। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ