কিভাবে করবো আমি কিছু কিনতে গেলে ঠকে যায়       
শেয়ার করুন বন্ধুর সাথে

Call

আপনি একটি পণ্যের জন্য পাঁচটি দোকান করবেন। তাহলে আপনার দাম সম্পর্কে একটি মোটামুটি ধারণা চলে আসবে। তারপর আপনি একটি মিনিমাম দাম বলবেন যেটাতে আপনি পণ্য  টি নিতে পারবেন। তারপর আপনার দাম শুনে দোকান দোকানদার একটি দাম বলবে। আপনার যদি মনে হয় যে নেওয়া যায় কিংবা একটু কম করলে দিবে সে রকম ভাবে একটি দাম বলবেন। দুইজনের সমঝোতায় পণ্যটি নিয়ে নিবেন।  কিংবা আপনার আশেপাশের পরিচিত মধ্যে যারা দামোদর করতে জানে তাদের সাথে বাজারে যাবেন। তারা কিভাবে বিক্রেতার সাথে কথোপকথন করতেছে সেগুলা দেখবেন শুনবেন বুঝবেন। তারপর আপনি নিজে নিজে চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ