Call

এটা কোন সমস্যা না।তিদিন পুষ্টিকর খাবার খাও,বেশি বেশি পানি পান করবে,সকালে ব্যায়াম করবে,বিকেলে হাঁটা-হাঁটি করবে। আর পারলে সকালে বাসি পেটে রাতে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা খাবে।অনেকের ক্ষেত্রে বয়োঃসন্ধি এর প্রকাশ অথবা বয়স বাড়ার চিহ্ন একটু দেরীতে প্রকাশ পায়।এতে চিন্তিত হওয়ার কিছুই নেই।যদি বয়স বাড়ার অন্যান্য আলামত (গলার স্বর মোটা হওয়া,বীর্যপাত হওয়া,বগলে ও যৌনকেশ ওঠা) গুলো প্রকাশ পায় তাহলে তোমার কোন সমস্যা নাই।আমার এক ক্লাস মেট এমন,যাকে দেখে মনে হয় কেবল ৪/৫ এ পড়ে,গোফ,দাড়ি ওঠে নাই,গলার স্বরও চিকন,হাত -পা ছোট মানুষের মতো। তবে এটা বেশি দিন থাকবে না বয়স বাড়ার একটা পর্যায়ে এসব কিছু ঠিক হয়ে যায়।তোমারও চিন্তার কিছু নাই।সিষম খাবার খাও,ব্যায়াম করো আর যে সমস্ত কাজ শরীর ও মনের ক্ষতি করে (হস্তমৈথুন,পর্ণোগ্রাফি,অশ্লিল গল্প) তা থেকে দূরে থাকো।আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করো...।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ