শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ব্যবসায়িক কাজের জন্য প্রদত্ত নগদ অর্থকে মূলধন বা আসল বলে। ব্যাংকে টাকা রাখাও ব্যবসায়িক নীতির মধ্যেই পড়ে। ধরুন আপনি ৫০০০ টাকা জমা করেছেন। এবং ভাবছেন তা ব্যাংকে রাখবেন। তাহলে ঐ ৫০০০ টাকা হচ্ছে আপনার মূলধন বা আসল। মূলধন নির্ণয়ের ক্ষেত্রে মুনাফা আসল থাকলে সূত্র হবে p= a - I এখানে p মূলধন, a মুনাফা আসল। I মুনাফা।  লাভ ক্ষতির ক্ষেত্রে বিক্রয়মূল্য- লাভ = আসল বা মূলধন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্যবসায়িক কোন কাজ সর্বপ্রথম যে অর্থ দ্বারা শুরু করা হয়, তাই আসল।

আসল, P = I/rn, 

আবার, P = A - I 

p মূলধন, A মুনাফা আসল, r মুনাফার হার, n সময়, I মুনাফা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ