শেয়ার করুন বন্ধুর সাথে
Sakib Ahmed

Call

আসলে বিড়াল কিন্তু ৯৫ শতাংশ বাঘ ! বাঘের মধ্যকার শুধু চারিত্রিক স্বভাবই যে বিড়ালের সঙ্গে মেলে তা কিন্তু নয় । বাঘের শারীরিক গঠন এবং জেনেটিক মিলও রয়েছে বিড়ালের সঙ্গে ।বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, বিড়ালের মধ্যে ৯৫.৬% ডিএনএ রয়েছে বাঘের । তাই বিড়ালকে যতই নিরীহ দেখাক না কেন, আসলে সেও কিন্তু বাঘই । তাহলে বুঝা গেল বিড়াল মাসির ব্যাপারটা? তাই বিড়াল যে বাঘের মাসি তা সাইন্টিফিক্যালি প্রমাণিত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মহান আল্লাহ তায়ালা এভাবে তৈরি করেছে তাই,এটার কোন বৈজ্ঞানিক ব্যাখা নেই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ