Ronu

Call
প্রশ্নটি ভালো!!!
আমার ফোনের RAM 4GB ফোনে রাতে storage space 1GB এর মতো কিন্তু এখন 822ম্ব যদিও S clean on করা ছিল। রাতে আমি অনেক গেমিং করেছি। ইউটিউব, বিস্ময় ও কিউরা ও ফেসবুক ব্যবহার করেছি এছাড়া phone background এ অনেক apps অন ছিল।
আপনি Chrome browser ব্যবহার করেন নি। এর বর্তমান স্টোরেজ সাইজ ধরে 20MB আপনি ১ সপ্তাহ পর স্টোরেজ চেক করলেন 40MB হয়ে যাবে। এর কারণ ফোন গুলো background এ এয়ান হওয়ার ফলে ও chrome এর সব data ফোনের RAM এ ইনপুট হয়৷ এর ফলে এরকম হয়।
এতগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যবহারের জন্যে ফোনের স্টোরেজ ব্যবহার করতে হয়। এগুলোর পারমিশন আমরাই দেই। প্রতিটি অ্যাপ এর কিছু system permission রয়েছে যেমন phone, storage, battery, contacts এরকম। storage জনিত যেসব পারমিশন প্রয়োজন সেগুলো অধিকতর ব্যাকগ্রাউন্ডে রান হয় এরজন্যে RAM এর স্পেস কম হয়।
তবে এছাড়া কিছু অস্বাভাবিক কারণ রয়েছে। যদি অটোমেটিক ভাবে ডাউনলোড হয়ে RAM স্পেস কম হয়ে যায় তাহলে সতর্ক থাকা উচিত৷
Talk Doctor Online in Bissoy App