Ronu

Call
প্রথমে শাওমি ফোনের কিছু ডাউনসাইড উল্লেখ করি –
(1) গেমিং এ ফোন অতিরিক্ত গরম হওয়া
(২) হঠাৎ ফোন গেমিং এ হ্যাং করে স্ক্রীন কালো হয়ে যাওয়া
(৩) স্ক্রীন ২-৩ মিনিট কোন কাজ না করা
এধরনের সমস্যা ফোন ২–৩ বছর পুরাতন হলে দেখা দেয়। সাধারণত প্রথম ইনটেক অবস্থায় এগুলো হয় না। চলুন গেমিং এর জন্যে যেসব পার্টস প্রয়োজন সেগুলো চেক করি –
%b> Chipset — Qualcomm Snapdragon 675 (11 nm)
Processor — Octa-core (2x2.0 GHz Kryo 460 Gold & 6x1.7 GHz Kryo 460 Silver)
GPU — Adreno 612
গেমিং এর জন্যে ফোনের চিপসেট মোটামোটি ভালোই ১১ ন্যানোমিটার চিপসেটে মোটামুটি ভালোই স্পিড পাবেন। প্রসেসর স্পিড ভালো গেমিং এর সময় হ্যাং করার সম্ভাবনা প্রথম অবস্থায় কম। ফোনের GPU ভালো গেমিং এর জন্যে এটি মোটামুটি বেস্ট। তাই আপনি ফোনটি নিতে পারেন। তবে রেগুলার হাইপার গেমিং করেন এর জন্যে ব্যাটারিটি তেমন উপযুক্ত নয়। হাইপার গেমিং এ ব্যাটারির চার্জ দ্রুত কমে যেতে পারে। তবে মিডিয়াম গেমিং এর জন্যে ফোনটি বেস্ট৷ আপনি ফোনটি কিনতে পারেন।
Talk Doctor Online in Bissoy App