শেয়ার করুন বন্ধুর সাথে

অধিকাংশ Spiny fish বা কাঁটাওয়ালা মাছের দেহে Swim bladder বা বায়ুথলি বিদ্যমান যার মাধ্যমে বায়ু কমানো-বাড়ানো সম্ভব ।বিভিন্ন গভীরতায় পানির ঘনত্ব বিভিন্ন রকম হয়।কাজেই মাছ যখন বিভিন্ন গভীরতায় থাকে তখন বায়ুথলির সাহায্যে দেহের ঘনত্ব পানির ঘনত্বের কাছাকাছি রাখে।এভাবেই মাছ বায়ুথলির উপস্থিতির কারণে পানিতে ভেসে থাকে।

তথ্যসূত্র:সাধারণ জ্ঞান ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

মাছের শরীর এর মধ্যে একটি বায়ু ভর্তি থলি আছে । তাই মাছ পানিতে ভেসে থাকতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ