আমি যত বার রক্তের বিলোরুভিন(জন্ডিস)  পরিক্ষা করাই তত বার আমার, বিলোরুভিন পরিমাণ ২.৩৬/৩.০২/৪.২৬ বিভিন্ন সময় বিভিন্ন রখম দেখায়, আমি আনেক রেষ্ট নেই, ওষুধ খাই, নিয়ম মানি,ফলমূল খাই, ডাক্তার, কবিরাজ দেখাই কিন্তু ব্লাড পরিক্ষা করলে রক্তে জন্ডিস দেখায়, আমার শরিলে কোন সমস্যা না করলেও রক্তে পরিক্ষায় জন্ডিস থাকে, আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম আমি একদিন একজন (গ্যাস্ট্রোলজি/লিভার)ডাক্তার দেখাই উনি আমার কথা শুনে, আমাকে খালি পেটে বিলুরুবিন টেষ্ট দেন (direct+indirect) দুইটা আলাদা আলাদা ভাবে এমন কি ২৪ঘন্টার শেষে একই টাইমে আরেকটা টেষ্ট করাতে হবে, এই ২৪ঘন্টার মধ্যে ভাতসহ অনন্যা স্বাভাবিক খাবার খাওয়া যাবে না, শুধু একটা কলা আর দুইটা ব্রেড, শস্য খেতে পারব ইচ্ছামত, আমি নিয়ম মত সব করি পরে রিপোর্ট আসে৷, ডাক্তার রিপোর্ট দেখে বলেন এই জন্ডিস নাকি জন্মগত জন্ডিস এটা কোন সমস্যা নয়, এটা লিভারের কোন ক্ষতি করে না। উনি আমাকে হেপাটাইটিস ভেক্সিন দেন, আমি তা পুশ করি শরিলে। এখন প্রশ্ন হল, ডাক্তার যা বলছেন তা কি ঠিক?  জন্ডিস কি জন্মগত হয়? এটা কি লিভারে কোনো ক্ষতি করবে? আর বিদেশ যেতে হলে মেডিকেল টেষ্টে জন্ডিস চেক করে, আমি কি বিদেশ যেতে অই সমস্যার জন্য ভুগবো। নাকি কোন সমস্যা হবে না? প্লিজ বলবেন. আমার বয়স ২৭,
শেয়ার করুন বন্ধুর সাথে