আমি বিকাশ অ্যাপে বিকাশ অ্যাকাউন্ড লগইন করার সময়, মেসেজ আসা কোডটি লেখার বক্সে ক্লিক করলে কি-বোর্ড আসেনা, অনেকবার ক্লিক করলে ওখানে লাল বর্ণ হয়। লেখা আসে ৩০ সেকেন্ডের মধ্যেই লিখতে হবে। আমি ৩০ সেকেন্ডের আগেই ঐখানে ক্লিক করলে কি-বোর্ড আসেনা কেন?
Share with your friends
Call

আপনে যে সিম দিয়ে একাউন্ট করতে চাচ্ছেন সেই সিম হ্যান্ডসেট এ লাগাতে হবে নতুবা OTP আসবে না। অর্থাৎ আপনার যে সিমে বিকাশ একাউন্ট সেই সিম অন্য হ্যান্ডসেট এ লাগানো থাকলে OTP যাবে না। বা কিবোর্ড আসবে না।  আশা করি বুঝাতে পেরেছি । 

Talk Doctor Online in Bissoy App