সূরা আল বাকারর শেষ দুই আয়াত বাংলা উচ্চারন দিন
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

এভাবে বাংলায় লিখে কুরআন পড়া ঠিক নয়। কুরআন বাংলা উচ্চারণে পড়তে পারবেন না। কারণ এতে যথাযথ উচ্চারণ হবে না, উচ্চারণ ভুল হবে। ফলে বেশির ভাগ ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী কুরআনে কারিমকে বাংলা উচ্চারণে পড়া জায়েজ নেই। এই তিলাওয়াতটি ভুল এবং হারাম। তাই এই তিলাওয়াত শুদ্ধ নয়। আপনাকে কুরআন তিলাওয়াত শিখতে হবে। তবে একজন একজন আলেমের কাছ থেকে সঠিক উচ্চার জেনে নিয়ে পড়তে পারেন। ২৮৫. আমানুর-রাসুলু বিমা উংজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মু ’মিনুন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালা-ইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, লা নুফার-রিকু বাইনা আহা’দিম-মির রুসুলিহি। ওয়া ক্বালু সামি’না, ওয়া আত্বা’না, গুফরা নাকা, রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ২৮৬. লা ইউ কাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উস-আ ’হা। লাহা মা কাসাবাত ওয়া আ’লাইহা মাক তাসাবাত। রব্বানা লা-তু আখজিনা- ইন্না সিনা- আও আখত্বা’না। রাব্বানা ওয়ালা তাহ’মিল আ’লাইনা ইসরান কামা হা ’মালতাহু আ’লাল্লাজিনা মিন ক্বাবলিনা। রব্বানা ওয়ালা তুহা’ম্মিলনা মা-লা ত্বাকাতালানা বিহ। ওয়াআ ’ফু আ’ন্না, ওয়াগ ফিরলানা, ওয়ার হা ’মনা। আংতা মাওলানা, ফানছুরনা আ’লাল ক্বাওমিল কাফিরিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ