শেয়ার করুন বন্ধুর সাথে

দুটি হিমালয়ী নদী (গঙ্গ(পদ্মা) ও ব্রহ্মপুত্র (যমুনা) সম্মিলিত স্রোতধারায় বিশ্বের যেকোন নদী -ব্যবস্থার তুলনায় বঙ্গোপসারে সবচেযে বেশি অবক্ষেপ এনে ফেলেছে । এই দুই অপর হিমালয়ী নদী মেঘনায়র সহযোগে যে ব-দ্বীপ সৃষ্টি করেছে, সেটি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা ব-দ্বীপ বা বঙ্গীয় ব-দ্বীপ নামে পরিচিত।আর এটিই বিশ্বের বৃহত ব-দ্বীপ ।
.
বাংলাদেশে অবস্থিত ব-দ্বীপের আয়তন ৮০, ০০০ বর্গ. কি.মি । অন্য দিকে ভিয়েতনামের মেকং ব-দ্বীপের আয়তন ৩৯,০০ ০বর্গ. কি.মি







তথ্যসুত্রঃ উইকিপিডিয়া

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ