Sadiq islam

Call

ক্লোরো ফ্লোরো কার্বন এর সংক্ষিপ্ত নাম CFC. এই CFC গ্যাস ক্লোরিন, ফ্লোরিন ও কার্বনের সমন্বয়ে গঠিত হয়। এটি আমাদের জন্য ক্ষতিকর। পৃথিবীর ছাঁদ হিসেবে কল্পিত ওজোন স্তরের জন্য এই গ্যাস টি হুমকি স্বরূপ।

Talk Doctor Online in Bissoy App
Call

সিএফসি গ্যাস কে ক্লোরোফ্লোরো কার্বন বালা হয়। 

ওজোন স্তর নষ্ট করার ক্ষেত্রে দায়ি এ গ্যাস।

এ সিএফসি প্রধানত: শীতাতপ নিয়ন্ত্রনের যন্ত্রপাতি, রেফ্রিজারেটর, অগ্নি নির্বাপক যন্ত্র, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রের সার্কিটে (পরিষ্কারক হিসাবে) ব্যবহৃত হয়। এই যৌগটি বায়ুমন্ডলে ৫০ থেকে ১০০ বছর পর্যন্ত অক্ষত অবস্থায় থাকে এবং ধীর প্রবাহের দ্বারা এটি ভূ পৃষ্ঠের ১২ থেকে ৫০ কিলোমিটার উপরের স্তরে(Stratosphere)প্রবেশ করে। সেখানে তীব্র অতিবেগুনি রশ্মি ক্যাটালিটিক চেন রিএ্যাকশন দ্বারা ক্লোরো ফ্লোরো কার্বনের (CFC)রাসায়নিক বন্ধন থেকে ক্লোরিন পরমাণুকে মুক্ত করে, যা বায়ুমন্ডরের উপরের স্তরের ওজোনের(Stratospheric Ozone)জন্য হুমকিস্বরূপ।

Talk Doctor Online in Bissoy App

cfc একটি ক্ষতিকর গ্যাস যা গ্রীনহাউজ গ্যাস নামে পরিচিত। এটি পৃথিবীর উপরে একধরনের আস্তরস তৈরি করে পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলছে। ফলে, দুই মেরুর বরফ গলছে। এবং মানুষ ক্যানসার, চর্মরোগ,ফুসফুস ক্যান্সার, শ্বাসকষ্ট প্রভৃতি রোগে আক্রান্ত হচ্ছে। 

Talk Doctor Online in Bissoy App