আমি নাজমুল আমি রণক্লান্ত।                                              আমি তখনই হব শান্ত
শেয়ার করুন বন্ধুর সাথে

আমার স্বরচিত কবিতাঃ-

আমি নাজমুল আমি রণ-ক্লান্ত 

আমি তখনই হব শান্ত

যখন জিতিব পৃথিবীর দুই প্রান্ত।

আমি মহাবীর, আমি উন্মাদ তলোয়ার,

আমি মহা তুর্য, আমি রাজ-সারোয়ার।

আমি নহি কারো দাস

আমি বিজয়পিপাসু, আমি অন্যায়ের ত্রাস।

আমি মুসলিম, আমি আলীর যুলফিকার,

আমি সালাদিন, আমি সুলতান দুনিয়ার।

আমি উমারের রাহী, আমি কিসরা-ধ্বংসী রাজ,

আমি সত্য নিশানবাহী, আমি রুদ্রকন্ঠী তাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ