NSI এর Watcher Constable পোস্ট টা অাসলে কি। এটার মানে কি। অার এই পোস্ট এর কাজ কি। চাকরি হলে কি কাজ করতে হবে এটা?
Share with your friends
Junmis

Call

প্রহরী কনস্টেবল,এই চাকরীর কাজ নিরাপত্তা প্রদান করা।

Talk Doctor Online in Bissoy App
Call

আওয়াচার কনস্টেবলকে সাধারণত ২ (দুই) টি জায়গায় পোষ্টিং দেয়া হয় ১। কারাগারের ভিতরে অর্থাৎ কারাগারে যে সব লোক বন্দি আছে, সে বন্দিদের দেখাশোনা এবং দায়িত্বে নিয়োজিত থাকবে । ২। ফিল্ড অফিসারের আন্ডারে ফিল্ডে (মাঠে) পোষ্টিং দেয়া হয়ে থাকে ।   ওয়াচার কনস্টেবল এর বেতন কত ? ওয়াচার কনস্টেবল যেহেতু ১৭তম গ্রেড এর একটি চাকরি তাই এর বেতন সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা যা নিয়োগ বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে ।   প্রমোশন হয় কি না ? ওয়াচার কনস্টেবল নিয়োগটি ১৭তম গ্রেড এর চাকরি হওয়ায় সেটি ১৫তম গ্রেড এ উন্নতি করার অনেক সুযোগ রয়েছে । যদিও সেটি অনেক ট্রাপ একটি ব্যাপার । ” ওয়াচার কনস্টেবল কি এবং এর কাজ কি ”   ওয়াচার কনস্টেবল এর পরীক্ষা MCQ নাকি লিখিত নেয়া হবে ? অনেকের মধ্যে এই প্রশ্নটি থাকে যে ওয়াচার কনস্টেবল এর পরীক্ষা কীভাবে নেয়া হয় । অনেকে পার্সোনালি এই প্রশ্নটির উত্তর আমাদের কাছে জানতে চেয়েছেন । এই প্রশ্নটির উত্তর হয়তো কারোই সঠিকভাবে জানা নেই । এক কথায় বলতে গেলে NSI এর প্রতিটি চাকরিই ধোয়াশার মধ্যে যা স্পষ্ট করে কোথাও বলা হয়নি । কিন্তু পূর্বের অভিজ্ঞতা থেকে বলা যেতে পারে এর লিখিত পরীক্ষা হওয়ার সুযোগ খুবই কম, শুধু MCQ পরীক্ষা নেয়া হবে । যেহেতু এটি মাধ্যমিক লেবেলের একটি পরীক্ষা সেহেতু ওয়াচার কনস্টেবল চাকরির জন্য লিখিত পরীক্ষার চান্স খুবই সামান্য । এমনকি ব্যবহারিক কিছু পরীক্ষা ও থাকতে পারে ।   পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোন কোন বই পড়তে হবে ? ওয়াচার কনস্টেবল পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাইমারি শিক্ষক নিয়োগের যে গাইড আছে অথবা সম্প্রতি নিবন্ধনের যে গাইড আছে এই গাইডগুলো আপনি সংগ্রহ করে পড়তে পারেন । এগুলো যদিও খুব স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন আমার বিশ্বাস এই দুটি গাইড পড়লে ওয়াচার কনস্টেবল এর জন্য আপনার প্রস্তুতি অনেক ভালো হবে । মান বন্টন বাংলা- ১০ ইংরেজী- ১০ অংক- ১৫ সাধারন জ্ঞান- ১৫ বিজ্ঞান- ১০ কম্পিউটার- ১০ আইকিউ- ১০

Talk Doctor Online in Bissoy App