শেয়ার করুন বন্ধুর সাথে

না। শুধুমাত্র ফেসবুক লাইট দিয়েই পেজ ডিলিট করা যায়। তবে আপনি জাভা ফেসবুক লাইট ব্যাবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যাঁ ডিলেট করতে পারবেন। এজন্য আপনার পেজের লিংকটিকে একটু ইডিট করে পেজের সেটিং এ যেতে হবে। ধরুন, আপনার পেজের লিংক হলো facebook.com/dailyprothomalo । এখন আপনি যদি আপনার পেজের সেটিং এ যেতে চান তাহলে আপনাকে facebook.com/dailyprothomalo/settings এ যেতে হবে। daily prothom alo এর জায়গায় আপনার পেজ আইডি কোড বসিয়েও সেটিং এ যেতে পারবেন। তখন লিংকটা এরকম হবে facebook.com/124861378649254/settings । এভাবে আপনার পেজের সেটিং এ ঢুকলে সেখানে General নামের অপশন পাবেন General এ ঢুকে Delete Page অপশন থেকে পেজ ডিলেট করতে পারবেন। তাছাড়া এভাবে সেটিং ঢুকে আপনি পেজের এডমিন, এডিটর রিমুভ অথবা এড করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
নিচের ধাপগুলো ফলো করুনঃ Facebook > Settings > Personal Info > Account > Deactive > ডিয়েকটিভ করার কারণ জানতে চাইবে। কিছু অপশনের মধ্যে এমন একটি অপশন থাকবে, যাতে আপনার পেজের দায়িত্ব অন্য কাকে দেবেন, তার জন্য পেজ সেটিংস অপশন থাকবে। সেটিংস এ গিয়ে সেখানে General নামের অপশন পাবেন। General এ ঢুকে Delete Page অপশন থেকে পেজ ডিলেট করতে পারবেন। তাছাড়া, এভাবে সেটিং ঢুকে আপনি পেজের এডমিন, এডিটর রিমুভ অথবা এড করতে পারবেন।
.
.
দ্রষ্টব্য: এখানে, আপনার আইডি কিন্তু ডিয়েক্টিভ হবে না বা ক্ষতি হবে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ