আমি Hsc শেষ করি ২০১৯ এ। ইচ্ছা থাকা স্বত্ত্বেও প্রাইভেট ভার্সিটি থেকে বিবিএ পড়তে পারছি না আর্থিক সামধ্যের জন্য।  আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার সিদ্ধেশ্বরী কলেজে বিবিএ প্রফেশনালের জন্য এপ্লাই করেছি। এখন জানতে চাচ্ছি, বিবিএ প্রাইভেট আর বিবিএ প্রফেশনাল কি সেইম?  বিবিএ প্রফেশনাল কোর্স কমপ্লিট এর পর কি ধরনের সব করা যায়। কিকি সাবজেক্ট নিয়ে পড়া যায়? অথবা কিভাবে এগোলে ভালো ভাবে ক্যারিয়ার করা যাবে? সঠিক সাজেশন চাচ্ছি।  ধন্যবাদ
Share with your friends
Call
প্রায় একই বলা যায়। Private এ Course এর সংখ্যা বেশি। বছরে 3 টি সেমিস্টার। আর National এ কোর্স 40 টার মত। 120 credit. বছরে 2 টা আর মোট 8 টি সেমিস্টার। 


হাতে গোনা 3 4 টা private varsity বাদ দিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের Professional BBA কেই আমি ভাল বলব। 

তবে ভাল হতো আপনি Dhaka City College থেকে BBA করতে পারলে। National এর মধ্যে ওদের টা আমার জানামতে সেরা। নিয়ম কানুন হয়তো কড়া কিন্তু পড়ালেখা ভাল।

Accounting, Finance, Management এসব বিষয়ে BBA করতে পারবেন। MIS চালু হয়েছে কিনা সে ব্যাপারে বলতে পারছি না। 

সমস্যা একটাই। Private এ 4 বছরের মধ্যেই শেষ হবে। আর National এ সেশন জটে পড়লে 5 থেকে সারে 5 বছর লেগে যাবে।


আর BBA private বলে কিছু নেই। BBA টা মূলত professional course. কিন্তু কয়েক বছর আগে National এ অনার্স কে BBA নাম দেয়াতে এই confusion সৃষ্টি হয়েছে। অবশ্য national এ বহু বছর আগে থেকেই professional BBA চালু ছিল। 
Talk Doctor Online in Bissoy App