Call

ইঙরেজিতে অনার্জ করলে অনেক ভালো হবে।আর অর্থনীতি বিষয়টি খুবি জটিল।সেই তুলনায় ইংরেজিটা সহজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দুটো বিষয়েই ভালো। তবে ইংরেজিটা সবচেয়ে বেশি জনপ্রিয়। ইংরেজিতে অনার্স করলে সবচেয়ে বেশি চাকরির যোগ্যতা পাওয়া যায়। ইংরেজিতে একটা প্রবাদ আছে, Learn better English Get better job.

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইংরেজী ঃ চাকরীর সুবিধা

১. শিক্ষকতা  ২. বি. সি. এস ৩. যোগ্যতা ও লিঙ্কআপ অনুযায়ী সরকারি-বেসরকারি চাকরী। 

সম্মানঃ সর্বক্ষেত্রে এটা সম্মানজনক সাবজেক্ট। 

অর্থনীতি ঃচাকরীর সুবিধা
১. শিক্ষকতা  ২. বি. সি. এস ৩. যোগ্যতা ও লিঙ্কআপ        অনুযায়ী সরকারি-বেসরকারি চাকরী  ৪. ব্যাংকে চাকরীতে সহায়ক হবে  ৫. বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে অর্থনীতির ছাত্র হতে হয় 
 সম্মানঃ শিক্ষত সমাজে এটা সম্মানজনক সাবজেক্ট

এখন সিদ্ধান্ত আপনার। যদি শিক্ষকতা পেশায় যেতে চান তাহলে ইংরেজী নিয়ে পড়লে ভাল হবে। অনেক প্রাইভেট পড়াতে পারবেন।
আর ব্যাংকিং এ যেতে চাইলে অর্থনীতি নিবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ