আমি দ্বাদশ শ্রেণির একজন ছাত্র। আমি আইসিটি ব‌ই এর চতুর্থ অধ্যায় "ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML" কোনো ভাবেই শিখতে পারছি না, আমি আমার দ্বাদশ শ্রেণির অনেক ব‌ই ব্যবহার করেছি কিন্তু কোন লাভ হয় নেই। তাই, আমি আপনাদের কাছে দয়া করে বলছি HTML শেখার এমন একটি সহজ ব‌ইয়ের নাম বলুন,যা আমাদের লাইব্রেরীতে পাওয়া যাবে এবং যা দ্বারা আমি সত্যিকার অর্থেই HTML পুরোপুরি ভাবে শিখে উঠতে পারবো।
Share with your friends

একাদশ দ্বাদশ শ্রেণীর বই এর মাধ্যমেই আপনি শিক্ষতে পারবেন।আপনি ভালো ভাবে বই গুলো পড়ুন এবং কোনো শিক্ষকের কাছে গিয়ে হাতে কলমে শিখুন।আপনি ল্যাপটপ বা ডেক্সটপে এটির প্রাকটিস করুন অন্য কোনো বই লাগবে না।এই বই এই ভালোভাবে দেওয়া আছে।ভালো একজন শিক্ষকের সহায়তা নিন এবং হাতে কলমে দেখুন তাহলেই শিখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call
Html শিখতে কোনো বাংলা বই আপনার দরকার নেই।বাংলায় এমন অনেক সাইট আছে যেগুলোতে ওয়েব ডেভেলপিং সংক্রান্ত সবকিছুই ভালোভাবে বর্ণনা করা আছে।
আর আপনি যদি ইংরেজীতে দক্ষ হোন তাহলে w3school.Com থেকে শিখতে পারেন।সকল বাংলা সাইটের কন্টেন্ট মূলত এই সাইট থেকে নেওয়া।

নিচে কয়েকটি বাংলা সাইটের লিংক দেওয়া হলো:
1.WEBCOACHBD
2.SATTACPDEMY
এরকম আরো অনেক বাংলা সাইট আছে।
Talk Doctor Online in Bissoy App