(1) 150g "x" উৎপন্ন করতে কতটুকু ভিন্ন ধরণের উৎপাদ প্রয়োজন? (2) 200g এসিড থেকে কতটুকু "x" পাওয়া যাবে? ***বিস্তারিত লেখবেন
Share with your friends

আপনার প্রথম প্রশ্নটি ক্লিয়ার নয়। তাই দ্বিতীয় প্রশ্নটির উত্তর দিচ্ছিঃ-

প্রদত্ত বিক্রিয়াটি সমাধান করে পাই,
2Al(OH)₃ + 3H₂SO₄ → Al₂(SO₄)₃ + 6H₂O
Now, 
3H₂SO₄ = 3(2+32+64)= 294 g
Al₂(SO₄)₃ = 54+(32+64)*3 = 342 g
প্রশ্নমতে, 
২৯৪ গ্রাম এসিড হতে x পাওয়া যায় ৩৪২ গ্রাম
২০০ গ্রাম এসিড হতে  x পাওয়া যায় = (৩৪২×২০০)/২৯৪
= ২৩২.৬৫ গ্রাম।
Talk Doctor Online in Bissoy App