Call

না,এমন পদ্ধতি নেই।আপনি যদি কাউকে কোনো পোষ্ট দেখাতে না চান তবে গোপনীয়তা কেবলআমি করেদিন তাহলে আপনি ছাড়া কেউ দেখতে পাবেনা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Waruf

Call

অনেক বছর আগেই ফেসবুক পাগলামি ছেড়ে দিয়েছি তাই বর্তমামে ফেসবুক বিষয়ে অজ্ঞ বলা চলে। তবে যেটুকু জানতাম তার আলোকে,  আপনি যা চাইছেন তা হবেনা কিন্তু বিপরীত টা হতে পারে। অর্থাৎ আপনি চাইলে কয়েকজনকে পোস্ট দেখাতে পারেন। প্রাইভেট পোস্ট সেট করে যাকে যাকে দেখাবেন তাদের মেনশন করে দিন। তাহলে অভিযুক্ত ব্যক্তি বাদ পড়ায় তিনি দেখতে পাবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জ্বী, এমন উপায় আছে। পোষ্টের Privacy তে Friend বাদ দিয়ে Friends Except এর Edit করে তার প্রোফাইলে টিক চিহ্ন দিন এবং Friends Except সেট করে দিন। তাহলে ঐ পোষ্ট সে দেখতে পারবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ