Share with your friends
Call

stand by time বলতে বোঝায় মেমরি, সিম, ইত্যাদি এক্সেসিরিজ খোলা অবস্থায় ফোন অন করে কোন ফাংশন ব্যবহার না করে রেখে দিলে যতক্ষন ফোন অন থাকবে সেই টাইমকে বোঝায়। 

আবার মাঝে মাঝে ৩জি বা ৪জি স্টান্ড বাই উল্লেখ থাকে, সেক্ষেত্রে সিম লাগানো থাকবে এবং ঐ নেটওয়ার্ক স্টাবল থাকবে কিন্তু কোন প্রকার কল দেয়া নেয়া না করে, অন্য ফাংশন যেমন আডিও না চালিয়ে শুধু রেখে দিলে ফোন যতক্ষন অন থাকবে সেই টাইমকে বোঝানো হয়। স্টান্ড বাইটাইম বেশি মানে হচ্ছে ফাউ চার্জ খরচ না হলে ব্যাটারি ব্যাক আপ ভাল হবে। ফোনে চার্জ কম লাগে বোঝানো হয়।

কাজেই ২২০ ঘন্টা মানে উল্লেখিত অবস্থায় ফুল চার্জের ব্যাটারি ভরে রাখলে ফোন ২২০ ঘন্টা অন থাকবে।
Talk Doctor Online in Bissoy App