দুটোই সঠিক । ক্ষেত্র বিশেষে একেক জায়গায় একেকটা ব্যবহৃত হয়ে থাকে । যেমন ধরুন জুন লিখতে June অর্থাৎ J ব্যবহার করা হয় অন্য দিকে জুম লিখতে Zoom অর্থাৎ Z ব্যবহার করা হয় ।

Talk Doctor Online in Bissoy App

বাংলার "জ" কে ইংরেজিতে J,Z দুটোই ধরা যেতে পারে J.Z বর্নদুটি উচ্চারন, অর্থ, Vowel, Article ইত্যাদির জন্য একেক সময় একেকটা ব্যাবহৃত হয়। এক্ষেত্রে আপনি সহায়ক বই থেকে বিস্তারিত জানতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

J & Z এদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। নামের ক্ষেত্রে যেকোনটাই ব্যবহার করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App