ইহুদীরা দাউদ আঃ কে অনুসরণ করে। অবশ্য করে বললে ভুল হবে, করত। তার ওপর সম্ভবত যাবুর বা ওল্ড টেস্টামেন্ট নাজিল হয়েছিল। দাউদকে তারা ডেভিড বলত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সমস্ত নবিদের দীন-ধর্মই ছিল ইসলাম। কোনো নবিই নতুন করে কোনো ধর্ম প্রবর্তন করেননি। আদম থেকে মুহাম্মদ সবার দীন ছিল একটাই। তবে তাদের শরিয়ত বা আইন কানুনে পার্থক্য ছিল। কিন্তু নবির মৃত্যুর কয়েক প্রজন্ম পরে নবিদের ঘনিষ্ঠদের মৃত্যুর পরে কিছু কুচক্রীরা বিভিন্ন নামে ধর্ম বানায়। দাউদ আ.-কে ইহুদিরা অনুসরণের দাবি করে। যদিও তাঁর আনীত জীবনবিধান থেকে তাঁরা হাজার মাইল দূরে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ