শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আমি তোর হবো বলে এত কিছু করি
বারবার ভেঙে ভেঙে নিজেকে গড়ি
বুঝলি না মন কভু, আশায় থাকি তবু 
স্বপ্নের জ্বালাতনে রোজ মরি মরি
আমি তোর হবো বলে এত কিছু করি 
আমি তোর হবো বলে এত কিছু করি ॥
মন খারাপের গানে যাই ডুবে যাই
তবুও তোর নামে গল্প সাজাই
অনুভবে চুপিচুপি তোরই হাত ধরি
আমি তোর হবো বলে এত কিছু করি ॥
সব হারানোর কথা যাই ভুলে যাই
হৃদয়ের দাম দিয়ে তোকে যে চাই
ছায়াঘরে বসে একা তোরই নাম পড়ি
আমি তোর হবো বলে এত কিছু করি ॥
আমি তোর হবো বলে এত কিছু করি
বারবার ভেঙে ভেঙে নিজেকে গড়ি
বুঝলি না মন কভু, আশায় থাকি তবু 
স্বপ্নের জ্বালাতনে রোজ মরি মরি
আমি তোর হবো বলে এত কিছু করি 
আমি তোর হবো বলে এত কিছু করি ॥


আমি তোর হবো বলে


কণ্ঠ ও ভিডিও পরিচালনা : মাহতিম শাকিব 
কথা : রবিউল ইসলাম জীবন
সুর ও সংগীত : আহম্মেদ হুমায়ুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ