শেয়ার করুন বন্ধুর সাথে
বিস্ময় এর সার্চ বক্স গুগল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে কাজ করে। যেহেতু গুগল ফ্রি বেসিকস এ সাপোর্ট করে না,তাই ফ্রি বেসিকস দিয়ে বিস্ময়ে সার্চ করলে উত্তর আসে না।তবে আমি আপনাকে একটা ট্রিকস শিখিয়ে দিতে পারি। আমি এই পদ্ধতি খুঁজে বের করেছি!!!
  • আপনি প্রশ্ন করুন বক্সে ক্লিক করুন।
  • এক বাক্যে প্রশ্ন ঘরে সার্চের শব্দটি লিখুন।
  • পছন্দমত একটি বিভাগ নির্বাচন করে ১০ সে. অপেক্ষা করুন।
  • ওখানেই সার্চিং এর রেজাল্ট চলে আসবে!!!
বিশ্বাস না হলে চেষ্টা করুন!!!!!!!
এভাবে  এমবি ছাড়াই প্রশ্ন সার্চ করতে পারবেন।
বিঃদ্রঃ- এজন্য আপনাকে ফ্রি বেসিকস অ্যাপ (ব্রাউজার নয়) ব্যবহার করতে হবে। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ