Call

ঠোঁট কাটা এটি একটি জন্মগত রোগ। আর দশটা রোগের মতই সাধারণ একটি রোগ। মাতৃগর্ভে থাকাকালিন এটি হয়ে থাকে। ঠোঁট কাটা শিশু জন্মালে তাকে ডাক্তারের ভাষায় ক্লেপ লিপ বলে। অনেক সময় অনেক শিশুর ঠোঁট কাটার সাথে তালু কাটা হিসেবেও জন্ম নেয়। একে ক্লেপ লিপ অ্যান্ড প্যালেট বলে। এখনও পর্যন্ত এই রোগের সঠিক কোনো কারনের সন্ধান পাওয়া যায় নি। তবে তাত্ত্বিকভাবে ডাক্তাররা মনে করেন যে কারনে রোগটি হয়ে থাকে তা নিচে উল্লেখ করা হলো: মাতৃগর্ভে থাকাকালিন ভাইরাস দ্বারা আক্রমনের ফলে, পুষ্টির অভাবে, পরিবেশগত সমস্যা ইত্যাদির কারনে রোগটি হয়ে থাকে। এতে দম্পত্তির কোনো সমস্যা নেই। *তথ্যসুত্র: এনটিভি এর নিয়মিত আয়োজন "স্বাস্থ্য প্রতিদিন" অনুষ্ঠানের ২৮৩৯ তম পর্বে এই বিষয় নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডাঃ শহিদুল বারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ