কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে যে আয় গোপন রাখা হয় বা অবৈধ পন্থায় আয়কৃত টাকাকে কালো টাকা বা অবৈধ টাকা বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অসৎ উপায়ে অর্জিত টাকাকে বা বিভিন্ন দুর্নীতি করে উপার্জিত টাকাকে কালো টাকা বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
  • ইংরেজি শব্দ "Black Money" অর্থাৎ কালো টাকাকে "Black Market" অর্থাৎ কালো বাজারে Redirected করে।
  • বাংলায় যদি বলি, তাহলে এটাকে এইভাবে বলা যায়ঃ গোপনে লেনদেন করে বা অবৈধভাবে টাকা উপার্জন করাকে "কালো টাকা" বলে।
  • আবার আইন অনুযায়ী, টাকা লেনদেন না করলে তাকে কালো টাকা বলে।
  • ট্যাক্স ফাঁকি দিয়ে অর্থ সংরক্ষণ করাটাও কালো বাজারি অর্থাৎ কালো টাকার আওতায় পড়ে।
  • কালো টাকা হলো অবৈধ লেনদেনে উপার্জন করা টাকা, যার উপর আয় এবং অন্যান্য কর প্রদান করা হয়নি।
  • যেহেতু কালো টাকা গোপনে লেনদেন হয়, তাই এটা কত পরিমাণে ও কী পরিমাণে লেনদেন হয়, তা বলা সম্ভব হয় না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
  • কালো বাজারঃ কালো বাজার, অপ্রকাশ্য অর্থনীতি বা ছায়া অর্থনীতি হলো এমন একটি চোরাগোপ্তা বাজার বা লেনদেন, যার কিছু অবৈধ দিক রয়েছে বা কিছু প্রতিষ্ঠানের বিধিবদ্ধ নিয়ম ভঙ্গ করার বৈশিষ্ট্য রয়েছে।
  • কালো বাজারি বাণিজ‍্যঃ যদি কোনো নিয়ম নীতি দ্বারা কোনো বস্তু বা সেবার উৎপাদন ও পরিবেশন অবৈধ ঘোষণা করা হয়েছে, তাহলে সেই নিয়ম বা নীতিকে ভঙ্গ করাকে কালো বাজারি বাণিজ্য বলা যাবে, কারণ সেই লেনদনটাই অবৈধ।
  • কালো বাজারি বা কালো বাজারের সদস‍্যঃ নিষিদ্ধ পণ্য ও সেবা উৎপাদন ও বিতরণের সাথে জড়িত যে কাউকেই কালো বাজারি বা কালো বাজারের সদস্য বলা যাবে।
  • উদাহরণঃ মাদক ব্যবসা, পতিতাবৃত্তি, অবৈধ মুদ্রা লেনদেন, মানব পাচার প্রভৃতি কালো বাজারের মধ্যে অন্তর্ভুক্ত।
  • কালো বাজারিদের কর্মকান্ডঃ আয়কর ফাঁকিসহ কর নীতি ভঙ্গ কারীদেরও অপ্রকাশ্য অর্থনীতির সদস্য বলা যায়। যেহেতু করফাঁকি বা কালোবাজারী কার্যকলাপে অংশগ্রহণ অবৈধ বলে বিবেচিত, সেহেতু কালো বাজারিরা তাদের কর্মকাণ্ড সরকার বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে আড়াল করার চেষ্টা করে।
  • কালো বাজারিদের সবচেয়ে পছন্দঃ নগদ টাকায় লেনদেন কালো বাজারিদের সবচেয়ে পছন্দের লেনদেন, কারণ এটি কর্তৃপক্ষের কাছে সহজে ধরা পড়ে না।
  • কালো বাজারের প্রাথমিক উদ্দেশ‍্যঃ কালো বাজারের প্রাথমিক উদ্দেশ্য হছে নিষিদ্ধ বস্তুর লেনদেন, কর ও নিয়ম ফাঁকি দেয়া বা মূল্য নিয়ন্ত্রণ বা রেশন এড়ানো। সাধারণত এই ধরনের বাজারের সম্পূর্ণ কার্যকলাপ, পণ্য ও সেবার উৎপাদনের বা পরিবেশনের সরকারী বা প্রকাশ্য অর্থনীতির পরিপূরক হিসেবে নির্দিষ্ট নিবন্ধে উল্লেখ করা হয়, উদাহরণস্বরূপ "বন‍্যপ্রাণীর চোরা শিকারের মাংসের বাজার"।
  • কালোবাজার ও ধূসরবাজারের মধ্যে পার্থক‍্যঃ কালোবাজারকে "ধূসর বাজার" থেকে আলাদা হিসেবে ধরা হয়, কারণ ধূসর বাজারের পণ্য বা সেবা, যা আইনি বা বেসরকারী বা অননুমোদিত, পরিবেশন করার সময় মূল নির্মাতার দ্বারা অনিচ্ছাকৃতভাবে বা অননুমোদিত ভাবে মূল অর্থনীতি থেকে আলাদাভাবে পরিবেশন করা হয়।
  • কালো টাকাঃ কালো টাকা হচ্ছে একটি অবৈধ লেনদেন থেকে প্রাপ্ত আয়, যার ওপর ভিত্তি করে আয়কর ও অন্যান্য কর পরিশোধ করা হয় না, যা শুধুমাত্র কিছু প্রকারের অর্থ পাচারের মাধ্যমে বৈধ করা যায়। কালো অর্থনীতির গোপন প্রকৃতির কারণে এটার আকার এবং ব্যাপ্তি নির্ধারণ করা সম্ভব নয়।
  • সহজ সংজ্ঞাঃ কালো বাজারে অর্জিত আয়কে কালো টাকা বলা হয়ে থাকে, যার উপর কোনো আয়কর ও অন্যান্য কর পরিশোধ করা হয় না।
  • তথ‍্যসূত্রঃ উইকিপিডিয়া।
  • ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ