প্রথমেই বলছি দুটো ফোনই প্রায় একই কোয়ালিটির এবং আকর্ষনিয়।দুটো ফোনের প্রাইজও একই এবং দুটোই আনঅফিশিয়াল।M30S এ রয়েছে 48+8+5 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং16 মেগাপিক্সেল ফ্রণ্ট ক্যামেরা 6000MAH ব্যাটারি সাথে 15W ফার্স্ট চার্জিং সুবিধা।অপরদিকে Z1 PRO তে রয়েছে 16+8+2 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল ফ্রণ্ট ক্যামেরা (পাঞ্চ হোল ডিসপ্লে) 5000 MAH ব্যাটারি সাথে 18W ফার্স্ট চার্জিং সুবিধা। আমার মতে M30S কেনাটাই ভালো হবে। M30S বাংলাদেশে ফেব্রুয়ারি নাগাদ আসতে পারে আগামী বছর। Z1 PRO এর দাম 19000 টাকা (আনঅফিশিয়াল)।

Talk Doctor Online in Bissoy App