শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিশুদ্ধমত অনুযায়ী শুধু ঈসা (আঃ) এখনও জীবিত আছেন। হযরত ঈসা (আঃ) যাকে মহান আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন , কিয়ামতের আগে হযরত ঈসা (আঃ) আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে আগমন করবেন ও ইমাম মাহদী (আঃ) এর পিছনে নামাজ আদায় করবেন এবং ইমাম মাহদী (আঃ) এর নেতৃত্বে বিপ্লবে অংশগ্রহন করবেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আর ‘আমরা আল্লাহর রসূল মাসীহ ঈসা ইবনু মারইয়ামকে হত্যা করেছি’ তাদের এ উক্তির জন্য। কিন্তু তারা না তাকে হত্যা করেছে, না তাকে ক্রুশবিদ্ধ করেছে, কেবলমাত্র তাদের জন্য (এক লোককে) তার সদৃশ করা হয়েছিল, আর যারা এ বিষয়ে মতভেদ করেছিল তারাও এ সম্পর্কে সন্দেহে পতিত হয়েছিল। শুধু অমূলক ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোন জ্ঞানই ছিল না। এটা নিশ্চিত সত্য যে, তারা তাকে হত্যা করেনি। বরং আল্লাহ তাকে তার নিকট তুলে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (সুরা নিসা, আয়াতঃ ১৫৭-১৫৮)। হযরত ইদ্রিস (আঃ) এর মৃত্যুবরণ করা সম্পর্কে মতভিন্নতা রয়েছে। কারো কারো মতে তিনি মৃত্যুবরণ করেননি। বরং আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। হযরত ইদ্রিস (আঃ), যাকে হযরত জিব্রাঈল (আঃ) মহান আল্লাহর আদেশে জান্নাত পরিভ্রমনে নিয়ে গেলে, জান্নাতের অপরুপ সৌন্দর্য ও মহান আল্লাহর অপুর্ব নিদর্শন দেখে হযরত ইদ্রিস (আঃ) জান্নাত থেকে আজ অবধি আর বের হননি। হযরত ইলিয়াস (আঃ), যিনি জমিনের মধ্যে পাহাড়ে আছেন। কিন্তু হযরত ইলিয়াস (আঃ)-এর জীবিত থাকার বিষয়টি কোন ছহীহ হাদীস দ্বারা প্রমাণিত নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ