● Rooting এর ফলে আপনার ফোনটিতে “bricking” এর সমস্যা হতে পারে।”bricking” কথাটার মাধ্যমে বুঝতে পারছেন ফোনটি একদমই ব্যবহারের অযোগ্য হয়ে পরবে।
●অনেক ইউজাররা Root করে ফোনের পারফরম্যান্স বাড়ানোর জন্য। কিন্তু অনেক ক্ষেত্রে কিছু ইউজারদের ফোনের পারফরম্যান্স Root করার পর খারাপ হয়ে যায় এবং অনেক ফিচার কমে যায়।
● অ্যান্ড্রয়েড সিস্টেমের অন্যতম সুবিধা হল সহজে ভাইরাস আক্রমন হয় না,কিন্ত Rooting এর পর অনের ইউজাররাই Custom Rom ব্যবহার করতে চান,যার ফলে সফটওয়্যার কোড পরবর্তন হতে পারে,ফলে ফোনে ভাইরাস আক্রমনের সম্ভাবনা দেখা যেতে পারে।