Tech Trick

Call

Compound sentence: যে sentence এ দুই বা ততোধিক Principal clause থাকে এবং clause গুলো coordinating conjunctions (For, And, Nor, But, Or, Yet, So) দ্বারা যুক্ত থাকে, তাকে Compound sentence বলে। coordinating conjunctions গুলো ‘fanboys’ শব্দ দ্বারা মনে রাখা সহজ।

He is poor but he is honest.

এখানে He is poor এবং he is honest দুটি Principal clause, coordinating conjunction, but দ্বারা যুক্ত হয়ে Compound sentence টি গঠিত হয়েছে।

আমরা এখন clause শব্দটির সাথে পরিচিত হব। কারণ উপরের Sentence এ clause শব্দটি ব্যবহার করা হয়েছে।

Clause: Clause হলো বাক্যের একটি অংশ যার একটি Subject ও একটি verb থাকে। Clause প্রধানত তিন প্রকার-

  • 1.Principal clause
  • 2.Subordinate clause
  • 3.Co-ordinate clause

Principal clause: Principal clause এর অর্থ প্রকাশ করার জন্য অন্য কোন clause এর উপর নির্ভরশীল থাকে না। অর্থাৎ মূল Sentence টি থেকে আলাদা করে লিখলেও এটি সাধীন বাক্য হিসেবে অর্থ প্রকাশ করতে পারে।

I have a cow which is red.

Subordinate clause: যে clause, principal clause এর সাহায্য ছাড়া একাকী অর্থ করতে পারে না, তাকে Subordinate clause বলে। Subordinate মানে  “অধীন” ।

Rina bought a pen which was costly.

উপরের বাক্যের which was costly যদি পৃথক করে লিখি, তাহলে সম্পূর্নরুপে অর্থ প্রকাশ করতে পারে না। সুতরাং which was costly হলো Subordinate clause যা principal clause এর উপর নির্ভরশীল।

Co-ordinate clause: যখন দুই বা ততোধিক সমশ্রেনীর clause কোন Coordinating conjunction দ্বারা যুক্ত হয়, তখন  তাদেরকে Co-ordinate clause বলে। এক্ষেত্রে clause দুটি স্বাধীন থাকে।

He is poor but he is honest.

যে সকল Conjunction দুই বা ততোধিক সমশ্রেনীর clause কে যুক্ত করে তাদেরকে Coordinate conjunction বলে। যেমন- For, And, Nor, But, Or, Yet, So ইত্যাদি।

উপরের উদাহরণ থেকে আমরা দেখতে পাই দুটি clause একটি Coordinating clause দ্বারা যুক্ত হয়েছে। যার প্রত্যেকটি clause পৃথক করলে স্বাধীন ভাবে অর্থ প্রকাশ করতে পারে, তাই প্রত্যেকটি clause কে Co-ordinte clause বলে।

Talk Doctor Online in Bissoy App