রেফারেন্স সহ উত্তর দিবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নাস্তিকের সাথে তর্ক বিতর্ক করা জায়েয নেই। তবে জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে তাদের সাথে বিতর্ক করতে পারবেন। অন্যথায় তর্ক করার তেমন প্রয়োজন নেই কিন্তু যেগুলো আপনি ভালো উত্তর দিতে পারবেন তা ব্যাতীত। আল্লাহ বলেনঃ আর কোরআনের মাধ্যমে তোমাদের প্রতি এই হুকুম জারি করে দিয়েছেন যে, যখন আল্লাহ তাআলার আয়াতসমূহের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন ও বিদ্রুপ হতে শুনবে, তখন তোমরা তাদের সাথে বসবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গান্তরে চলে যায়। তা না হলে তোমরাও তাদেরই মত হয়ে যাবে। আল্লাহ দোযখের মাঝে মুনাফেক ও কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন। (আন নিসাঃ ১৪০) অর্থাৎ নাস্তিকদের সকল কথা শুনা যাবে না এবং সকল কথার জবাব দেওয়ারও প্রয়োজন নেই কারণ আপনি নিজে জবাবে ব্যর্থ হলে (যদিও অন্য মুসলিম বা আলেমরা উত্তর জানেন) তখন নিজেকেও নাস্তিক বানাতে পারেন বা বিভ্রান্তে পরতে পারেন। যদিও আল্লাহ অন্যত্র বলেনঃ আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তাই ঐ ব্যক্তি সম্পর্কে বিশেষ ভাবে জ্ঞাত রয়েছেন, যে তার পথ থেকে বিচ্যুত হয়ে পড়েছে এবং তিনিই ভাল জানেন তাদেরকে, যারা সঠিক পথে আছে। (সুরা নাহলঃ ১২৫) তিনি আরো বলেনঃ নিশ্চিতই যারা অবিশ্বাসী কাফের হয়েছে তাদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন তাতে কিছুই আসে যায় না, তারা ঈমান আনবে না। তারা বধির, মূক ও অন্ধ। সুতরাং তারা ফিরে আসবে না। (সুরা বাকারাঃ ৬-১৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ