শেয়ার করুন বন্ধুর সাথে
SBSurya

Call

শর্করা জাতীয় খাদ্যের অভাব : আহারে কম বা বেশি শর্করা গ্রহন উভয়ই দেহের জন্য ক্ষতিকর । শর্করার অভাবে অপুষ্টি দেখা দেয় । রক্তে শর্করার পরিমান কমে গেলে দেহে বিপাক ক্রিয়ার সমস্যা সৃষ্টি হয় । রক্তে শর্করার মাত্রা কমে গেলে হাইপোগ্লাইমিয়ার লক্ষন দেখা দেয় ।।। আমিষের অভাব : দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন ক্ষতিগ্রস্ত হয় । শিশী পুষ্টিহীনতায় ভুগলে দেহের বৃদ্ধি ব্যাহত হয় । শিশুদের কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা দেয় ।।। ভিটামিন এ : রাতকান ও জেরপথালমিয়া । ভিটামিন সি : স্কার্ভি রোগ হয় । ভিটামিন ডি : রিকেটস ও অস্টিওম্যালেশিয়া । ভিটামিন কে : যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয় । এর অভাবে অপারেশনের রোগীর রক্তক্ষরন সহজে বন্ধ হতে চায় না । এতে রোগীর জীবন নাশের আশংকা বেশি থাকে । খনিজ লবন : রিকেটস , গলগন্ড , ক্রোটিনিজম , রক্তাল্পতা ।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ