আমার সার্টিফিকেট এ আমার পিতামাতার নামের শুরুতে মো: ও মোছা: নেই।কিন্তু আমার ভোটার কার্ডে পিতামাতার নামের শুরুতে মো: ও মোছা: রয়েছে। আমার বাবামায়ের আইডিতেও তাদের নামের শুরুতে মো: ও মোছা: রয়েছে। এতে কি চাকরীর ক্ষেত্রে কোন সমস্যা হবে? এটি সংশোধন করতে হ,, নাকি না করলেও চলবে? কারন সংশোধন করলে আমার সকল সনদপত্র ও সংশোধন করতে হবে।    
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার আইডি কার্ডে বাবা মার নাম সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে।  না হলে আপনি সমস্যায় পড়বেন চাকরি ক্ষেত্রে। এটি সমাধান করতে পারেন আপনি নির্বাচন অফিসে গিয়ে বা পৌরসভা/ইউনিয়ন/সিটি কর্পোরেশন এর মাধ্যমে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ