HTML এর কিছু উদাহরণ দিয়ে যান ।
Share with your friends
Call
HTML এর অর্থ হচ্ছে Hypertext Markup Language. এটা কোন Programming Language নয়, একটি Markup Language. আর Markup Language হচ্ছে Markup Tag এর সমষ্টি। কত গুলো Markup Tag এর সমন্বয় করেই Markup Language তৈরি হয়।Markup Tag হচ্ছে একটি কোড যা < এবং > (বাঁকা ব্যাকেট) এর ভিতরে থাকে। এবাবে ই Markup Tag ব্যবহার করা হয়। Markup Tag কে HTML Tag ও বলা হয়। HTML এ Markup Tag ব্যবহার করে একটি ওয়েব পেইজ তৈরি করে। এর নিচের বৈশিষ্ট গুলো রয়েছেঃ
  1. HTML Tag হচ্ছে বাকা ব্রেকেট(< এবং >) এর মধ্যে রাখা কি ওয়ার্ড। যেমনঃ < h1 >, < p > ইত্যাদি।
  2. HTML Tag জোড়ায় জোড়ায় থাকে। যেমনঃ < b > গাড়ো < /b >
  3. প্রথমটিকে বলা হয় Start tag এবং শেষেরটি কে বলা হয় End Tag. কিন্তু HTML5 এ শুধু Start tag থাকে কোন End Tag থাকে না। ব্যবহার করলে ও সমস্যা নেই।
আরেকটি প্রশ্ন অনুযায়ী → একটি ওয়েব পেইজই হচ্ছে এক একটি HTML Document। HTML Document একটি ওয়েব পেজ বর্ননা করে। মানে HTML Document বলতেই ওয়েব সাইট বুঝায়। HTML Document এর মধ্যে HTML Tag বা Markup Tag ও plain text থাকে। HTML Document কে web Page ও বলা হয়। আমরা প্রতিদিন যত ওয়েব পেজ ভিজিট করি তা সবই কিন্তু এক একটি HTML Document।
উদাহরণ হলো → < h 1> বিস্ময় উত্তর < /h 1> = বিস্ময় উত্তর
</ p > বিস্ময় </ p> = বিস্ময়
Talk Doctor Online in Bissoy App