একটু বড় করে দিবেন ৪ নম্বরের জন্য
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আর্থ্রোপোডা পর্বের বহু প্রজাতি অন্ত:পরজীবী ও বহি:পরজীবী হিসেবে বাস করে।বহু প্রানী স্থলে স্বাদু পানি ও সমুদ্রে বাস করে।এই পর্বের অনেক প্রজাতির প্রানি ডানার সাহায্যে উড়তে পারে।এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করতে সক্ষম তাই এই পর্বটিকে প্রানিজগতের সবচেয়ে বৃহওম পর্ব বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ