image


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

image

অঙ্কনঃ

১। যেকোনো রশ্মি BE থেকে a এর সমান করে BD কেটে নেই। BD কে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করি। 

২। O বিন্দুতে x এর সমান কোণ এঁকে BD কে x কোণে O বিন্দুতে ছেদকারি রেখা FG আঁকি। 

৩। b কে সমদ্বিখণ্ডিত করে OF এবং OG থেকে তার সমান করে যথাক্রমে OA এবং OC কেটে নেই। A, B ; A, D ; B, C এবং C, D যোগ করি। 

ABCD ই উদ্দিষ্ট সামান্তরিক। 


ব্যাখ্যাঃ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 


বিঃদ্রঃ FG রেখার দুই পার্শ্বে তীরচিহ্ন দিতে ভুল ক্ষমা করবেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

মনেকরি সামান্তরিকের দুটি কর্ন a = ৬ সেমি, b = ৩.৪ সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোন   x =  ৬০ ডিগ্রি, সামান্তরিকটি আকতে হবে। অংকনের বিবরনঃ ১। b কে সমদ্বিখন্ডিত করি। ২। যেকোন রেখাংশ  BE হতে a = BD  কাটি। ৩। BD এর মধ্যবিন্দু O নির্নয় করি। ৪। O বিন্দুতে X কোনের সমান করে FOD আকি। ৫। FO কে পিছনের দিকে G পর্যন্ত বর্ধিত করি। ৭। O হতে OF এবং OG রেখাংশে b এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আকি। বৃত্তচাপদ্বয় যথাক্রমে A ও C বিন্দুতে ছেদ করে। ৮। A, B ; B, C; C, D এবং D, A যোগ করি। তাহলে ABCD উদ্দিষ্ট সামান্ত।।      

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ