শেয়ার করুন বন্ধুর সাথে
Laskar

Call

ওয়াশিং এর লেজার সহকারি ডিজাইনার হতে পারবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Polok100

Call

গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি  freelancer হতে পারবেন। চাকুরীও করতে পারেন। freelancer.com  এবং upwork এ ধরনের সাইটে আপনি ফ্রিল্যান্সার হয়ে আয় করতে পারেন। তাছাড়া দেশে ও বিদেশে  অনেক কোম্পানি গ্রাফিক্স ডিজাইনার নিয়ে থাকেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্র অনেক বিশাল। প্রথমত ফিল্যান্সিং করতে পারবেন। 

এখন ফ্রিল্যান্সিং এও তো কাজের ভেরিয়েশন আছে, সেগুলো হলো- 

1) UI, UX

2) লোগো ডিজাইন

3) থিম, টেমপ্লেট

4) টি শার্ট

5) অ্যাপ, ওয়েব

6) ফন্ট

7) পোস্টার, ব্যানার

8)কভার ফটো,

9) বিজনেস কার্ড

10) মেন্যু ডিজাইন, ইত্যাদি। 

তথ্যসূত্র- pratiborton.com

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ