bissoy করা আমার প্রশ্নগুলো কিভাবে ডিলেট করবে?
Share with your friends

বিস্ময়ে সাধারণ সদস্যদের প্রশ্ন ডিলিট করার কোন উপায় নেই। শুধুমাত্র বিশেষ সদস্যরাই কোন প্রশ্ন ডিলিট করতে সক্ষম।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

বিষয়ে আপনার করা কোন প্রশ্ন আপনি ডিলিট করতে পারবেন না।  এমনকি হিডেন করে রাখতে পারবেন না। তবে আপনি চাইলে আপনার মন্তব্য বা উত্তর হিডেন করে রাখতে পারবেন এটাই বিস্ময় আনসার এর নীতিমালা।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমত এটা সাধারণ সদস্য দ্বারা সম্ভব কোন মতেই নয়। দ্বিতীয়ত এডিম প্যানেল কর্তৃক প্রশাসক ব্যতীত কেউ এই মুছে ফেলার ক্ষমতা রাখেন না। বর্তমান প্রেক্ষাপটে কেবল মাত্র আরিফুল  ভাই ও Yakub Ali ভাই এই ক্ষমতা সংরক্ষণ করেন৷ 

যেহেতু আপনার প্রশ্নটা হলো- বিস্ময় করা আমার প্রশ্নগুলো কিভাবে ডিলেট(মুছে ফেলা) করবে?


আমি বলব বিস্ময়ের প্রসাক অবশ্যই এই ক্ষমতা রাখেন।  আপনি এটা জেনে অবাক হবে যে,এটা এই দুই ভাই ব্যতীত কোন বিশেষ সদস্যদের দ্বারা সম্ভব না। তারা কেবল প্রশ্ন/উত্তর/মন্তব্য লুক্কায়িত করার ক্ষমতা সংরক্ষণ করেন৷ 

জনাব! আপনার প্রশ্নগুলো মুছে ফেলা যায়।  লুক্কায়িত করার পর মুছে ফেলা না ফেলা বিস্ময়ের প্রশাসকের ব্যাপার।  আর প্রশ্ন যদি নীতিমালা অনুযায়ী না হয় তবে দেখা মাত্র লুক্কায়িত করা হবে।
Talk Doctor Online in Bissoy App