Youtube go হলো Youtube এর লাইট ভার্সন। যেসব মোবাইলের র‍্যাম কম, সেসব মোবাইলে নরমাল ইউটিউব ঠিকমতো চলে না। সেজন্য ইউটিউব কর্তৃপক্ষ এর একটি লাইট ভার্সন তৈরি করেছে, যা ইউটিউব গো নামে পরিচিত। এরা উভয়ে একই সার্ভার ব্যবহার করে।এর ভিডিও গুলো ইউটিউবের Download অপশনে থাকে।  এছাড়া আপনি Vidmate, snap tube ব্যবহার করতে পারেন। এগুলোও মোটামুটি একই।

Talk Doctor Online in Bissoy App
Ronu

Call

Youtube Go অ্যাপের ভিডিও ডাউনলোড অপশনে পাবেন এবং Youtube Go অ্যাপের ভিডিও গুলি আপনি আপনার ফোনের গ্যালারিতে পাবেন।   

Talk Doctor Online in Bissoy App

Youtube Go এর ভিডিও গুলো ঐ অ্যাপেই থাকে। অ্যাপটির Downloads অপশনে ক্লিক করলেই ডাউনলোড ভিডিও গুলো পাবেন।

Talk Doctor Online in Bissoy App