Test= S.Prolactin Result= 15.4 Unit= Ng/ml Normal= Male- Up To 6.0 Female- Up To 15.0 এখন আমি এই হরমোন টা কমাবো কি ভাবে?
Share with your friends
Call

Nanograms per milliliter ( ng / ml )  এককে s prolactin  2-17 পর্যন্ত স্বাভাবিক আমাদের ছেলেদের জন্য। 

আপনি রিপোর্ট টি আবার চেক করুন। 

আমাদের ছেলেদের মধ্যে যাদের যৌনশক্তি কম, যাদের বীর্যপাত তাড়াতাড়ি হয়, বা শরীরে হরমোনের অভাব রয়েছে তাদের S prolactin এর পরিমাণ একটু বৃদ্ধি পায়।

এটির পরিমাণ যদি বৃদ্ধিই পায় তাহলে প্রচন্ড মাথাব্যথা, দৃষ্টিশক্তির গোলযোগ, যৌনশক্তি ক্রমান্বয়ে হ্রাস,  দাড়ি পাতলা হতে পারে।

Prolactin এর পরিমাণ কমাতে ডায়েট ভালভাবে অনুসরণ করতে হবে। নিয়ন্ত্রিত খাবার খেতে হবে। টাইট পোশাক পরা যাবে না।

ব্যায়াম করতে হবে নিয়মিত।

পাশাপাশি,  Vitamin B6 & Vitamin E সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে।

এবং চিকিৎসক এর দেয়া ওষুধগুলো চালিয়ে যেতে হবে।


উপরে যে সমস্যাগুলোর কথা উল্লেখ করলাম তা আপনার মাঝে বিদ্যমান কিনা তা আমি জানি না। 

সর্বোপরি,  অহেতুক কোন চিন্তা করবেন না। 

Talk Doctor Online in Bissoy App