Call

বাস্তব জীবন আর টিভি সিনেমার মধ্যে তফাত হলো সেখানে প্রায় অদ্ভুত সব কিছুই গ্রাফিক্স ডিজাইন করে তৈরি। বাস্তব জীবনে   বোমা মেরে ভবন যদি ভাঙ্গতে কেউ চায় তাহলে সেক্ষেত্রে অনেক জান-মাল বিপদে পড়বে।

বোমা ধাতব পদার্থ দিয়ে তৈরী এক ধরনের বিস্ফোরক। খুব দ্রুতবেগে অভ্যন্তরীণ শক্তির রাসায়নিক বিক্রিয়ার ফলে বড় ধরনের কম্পন তরঙ্গের সৃষ্টি করে বিস্ফোরণ ঘটায়৷ যার ফলে এই তরঙ্গের ফলে অঙ্গচ্ছেদ, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, কানের পর্দা ছিদ্র হয়ে শ্রবণশক্তি হ্রাস পেতে পারে 

বোমা বিস্ফোরণের উচ্চচাপে আকস্মিক ও অতি তীব্র পরিবেষ্টিত চাপে ব্যক্তির অভ্যন্তরীণ ক্ষয়ক্ষতিসহ স্থায়ী ক্ষতি কিংবা মৃত্যুরও কারণ হতে পারে। পাশাপাশি বিস্ফোরণস্থলের ভূমিতে বিরাট গর্ত, ধ্বংসস্তুপ কিংবা গাছপালা উৎপাটনও হয়ে যায়।

যার ফলে ঘড় বা বাড়ি বোমার মেরে উনারনো হয় না। এতে প্রাণীকুল বিপদগ্রস্ত হতে পারে।  আশাকরি উত্তর পেয়ে গেছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ