শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি যদি পু.রুষ হন, তাহলে মাথা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে, সরিষার তেল লাগাতে পারেন। এতে মাথা ব্যথা কমে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। *মাইগ্রেনের ব্যথা হলে, দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি দুই /তিন ফোটা রসুনের রস নস্যির মত করে  টানবেন।  আর সূর্য উঠবার আগে নারকেল তেল সারা গায়ে মাথায় মেখে ৪/৫ দিন গোসল করলে মাথা ব্যথা কমে যাবে।  জ্বর ও সর্দি  থেকে এই সমস্যা হলে কুলের পাতা ও কচি ডগা বেটে  কপালে প্রলেপ দিলে এই যন্ত্রণা কমে যাবে।  ও বকুল ফুলের গুড়ো আট ভাগের এক ভাগ ফিটকিরি গুড়ো মিশিয়ে নস্যটা ব্যবহার করবেন।  বর্তমান চিকিৎসা ক্ষেত্রে- মাথা ব্যাথার জন্য আপনি প্রতিদিন নিয়মিত ৮-১১ ঘণ্টা ঘুমানর চেষ্টা করুন ও দুশ্চিন্তা মুক্ত থাকুন।- ঠাণ্ডা থেকেও মাথা ব্যাথা হতে পারে।নাপা ও খেতে পারেন। চোখের পাওয়ার কমলে বা বাড়লে মাথা ব্যাথা হতে পারে। সেই ক্ষেত্রে আপনি একজন চক্ষু ডাক্তারের সাথে দেখা করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ