গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র হতে আমরা জানি বাতাসের বাধা না থাকলে দুটি ভিন্ন ভরের বস্তুকে কোন স্থান থেকে ছেড়ে দিলে তারা একই সময়ে ভুমি স্পর্শ করবে। কিন্তু বেশি ভরের বস্তুর ভরবেগ বেশি থাকার কারনে সেটি আগে ভুমি স্পর্শ করার কথা । কিন্তু গ্যালিলিওর সুত্র অনু্যায়ী তা ঘটে না কেন?
শেয়ার করুন বন্ধুর সাথে