উত্তর হবে বাবা  সাত দিয়েছেন ।


ব্যাখ্যাঃ

ধরুন,

বাবা দিলেন সাত 

মাও দিলেন সাত

ভাই দিলেন  অর্ধেক  তথা সাত ভাগ দুই 

সমান  সাড়ে তিন 

আমার তাতে  আড়াই ।

সুতরাং যোগ করলে 

7+7+3.5+2.5=20 


সুতরাং বাবা দিলেন সাত ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ধরি, বাবা আমাকে x টাকা দিয়েছেন।  অতএব, মা দিয়েছেন x টাকা ও ভাই (x/2) টাকা। প্রশ্নমতে,  x+x+(x/2) = 20-2.5 (2x+2x+x)/2 = 17. 5 5x=35 x=7. অতএব, বাবা আমাকে সাত টাকা দিয়েছেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
HMMOBAROKBD

Call

উত্তর হলো-বাবা সাত টাকা দিয়েছে৷ 

ব্যাখ্যা:-প্রশ্নমতে,বাবা যত মাও তত দিলেন,মানে ৭+৭= ১৪ টাকা৷ভাই দিলে অর্ধেক, এখন হলো-৭+৭+৩.৫ টাকা=১৭.৫ টাকা৷এখন প্রশ্নমতে নিজের ছিলো,২.৫ টকা/আড়াই টাকা,সুতরাং হলো-৭+৭+৩.৫+২.৫= ২০ টকা৷ 

অতএব,বাবা দিলো সাত টকা৷       

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ