ভাই আপনি যেখান থেকে ভোটার হয়েছেন সেখানে যোগাযোগ করুন। না হলে আপনার থানার নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। তার আপনাকে আপনার সমস্য বলতে পারবে। স্লিপ অবশ্যই নিয়ে যাবেন সাথে করে।

Talk Doctor Online in Bissoy App
sujanjoty

Call

অনেক সময় ভোটার হালনাগাদ চলাকালে কিছু কিছু ফরম নম্বর ডুপ্লিকেট হয়ে যায়। তখন ডুপ্লিকেট ফরম নম্বর গুলো পরিবর্তন করে দেয়া হয়। কিন্ত যার নম্বরটি পরিবর্তন হলো তাকে জানানো হয় না। বিধায় অনেক সময় স্লিপ নম্বর দিয়ে কাজ হয় না। তবে সংশ্লিষ্ট ভোটার এলাকার তালিকা খুজলে তথ্য পাওয়া যায়। আর না পাওয়া গেলে কমিশনে গিয়ে হাতের ছাপ দিয়ে আইডেন্টিটি যাচাই করে আসতে হয়। পাওয়া গেলে ভালো আর যাদি না পাওয়া যায় তবে নতুন করে ভোটার হওয়া যায়। এনআইডি কার্ডের সমস্যা সম্পর্কিত পরামর্শ সেবা পেতে আমার ওয়েবসাইটি ভিজিট করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App