Share with your friends
Call

বেশ ভাল একটা প্রশ্ন করেছেন। আসলে আমরা দেখতেছি যে ইংরেজি শব্দগুলো এক্টার সাথে আরেক টার যথেষ্ট মিল রয়েছে। তাই আমরা উচ্চারন গুলোও একই করতে চাই। আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। vowels, consonant এর ব্যবহার কয়েকটা শব্দে একই হলেই যে সেই কয়েক টা শব্দের উচ্চারণ একই টাইপের হবে তা কিন্তু না। প্রত্যেক ভাষারই একটা গ্রামার রয়েছে, একটা উচ্চারণ বিধি রয়েছে। প্রত্যেক শব্দই সেই উচ্চারণ বিধি অনুযায়ীই উচ্চারিত হয়। মনগড়া কোনো বিধি/যুক্তি ফ্লো হয় না। ঠিক তেমনি প্রশ্নে উল্লেখিত শব্দগুলোর vowel, consonant এর ব্যবহার এ যথেষ্ট মিল থাক্লেও উচ্চারনে কিন্তু মিল নাই, কারণ উচ্চারণগত বিধি আলাদা আলাদা। but, cut, nut এর ক্ষেত্রে যেই বিধি প্রযোজ্য, put এর ক্ষেত্রে সেই উচ্চারণ বিধি প্রযোজ্য নয়।

Talk Doctor Online in Bissoy App