আমি স্টুডেন্ট তেমন একটা ভালো ছিলাম নাহ। ২০১২ সালে পিএসসি এবং ২০১৬ সালে জিএসসি তে যথাক্রমে ৩.৫৮,৩.৭০ পাই।তো ২০১২ তে পিএসসি পরীক্ষা দেওয়াই আমার জিএসজি দেওয়ার কথা ছিল ২০১৫ তে, কিন্তু পারিবারি অনেক জামেলার কারণে ১৬ তে দেই।আবার, ১৬ তে পরীক্ষা দেওয়ার পর পড়ালেখা শেষ মানে পারিবারিক জামেলার কারণে।তো এখন আমি বুজতেছি যে পড়ালেখার কেমন দাম এখন আমি এসএসসি পরিক্ষা দিতে চাচ্ছি এবং ভালো কিছু একটা করতে চাচ্ছি। আমি যদি এখন পরীক্ষা দেই তবে ২০২২ এ পরীক্ষা  দিতে হবে । এখন আসল কথায় আাসি, আমি যেহেতু পড়ালেখা ভালো করে করতে চাচ্ছি এবং ভবিষ্যৎ এ চাকরির বাজার এ যাই তখন এই দীর্ঘ গ্যাপ আমার জন্য কি কি প্রবলেম এ ফেলবে? মানে আমি আগে থেকেই  সতর্ক থাকতাম ।  আরেকটা বিষয় সেটা হলো দয়া করে আমাকে শান্তনা দেওয়ার জন্য মিথ্যা বা ভুল কোন তথ্য দিবেন নাহ।ধন্যবাদ।
শেয়ার করুন বন্ধুর সাথে