আমি মানবিক বিভাগ থেকে খ ইউনিটে পরিক্ষা দিবো।
শেয়ার করুন বন্ধুর সাথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে।

বাংলা-২৫ নম্বর+ইংরেজী ২০ নম্বর=৪৫ নম্বর।


ইন্টারের বাংলা ও ইংরেজী বোর্ড বই থেকে প্রশ্ন করা হবে। তাই ইন্টারের বাংলা ও ইংরেজী বোর্ড বই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে।


বাংলার জন্য যেসব টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে:

১) গদ্য/কবিতা/নাটক/উপন্যাস থেকে মূলভাব লিখন

২) কবিতার উদ্ধৃতি ব্যাখ্যা

৩)  উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা (গদ্য/উপন্যাস/নাটক থেকে)

৪) কবি পরিচিতি

৫) মিলকরণ (গদ্য,কবিতা ও ব্যকরণভিত্তিক)

৬) সারাংশ/সারমর্ম লিখন

৭) বানান শুদ্ধি ও প্রমিতকরণ

৮) সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখন

৯) ব্যাকরণ বিষয়ক বিষয়াবলি (সংজ্ঞার্থ ও দৃষ্টান্ত)

১০) অনুবাদ


 ইংরেজীর জন্য নিম্নলিখিত টপিক্স থেকে প্রশ্ন আসতে পারে:

1. Comprehension

2. Short Paragraph

3. Explanation (Explain with the reference to the context)

4. Rearrange

5. Translation

6. Punctuation

7. Gap filling with & without clues

8. Sentence Making

9. Changing and Transformation of Sentences

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ